• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন |

সেক্স কমেডি গ্রেট গ্র্যান্ড মাস্তির ট্রেলার (ভিডিও)

উর্বশী রতেলাবিনোদন ডেস্ক: বলিউডের সেক্স কমেডি ঘরনার ছবি ‘গ্র্যান্ড মাস্তি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েলের ট্রেলার সম্প্রতি প্রকাশ হয়েছে। রগরগে যৌনতার ভরপুর এই ছবিটিতে অভিনয় করেছেন উর্বশী রতেলা, পূজা চোপড়া, রীতেশ দেশমুখ, বিবেক ওবেয়র ও আফতাব সিদভাসানি।
ছবিটিতে এক নারী ভূতের পাল্লায় পড়তে দেখা যাবে তিন যুবককে। তবে সম্প্রতি বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা উড়তা পাঞ্জাবকে সেন্সর ছাড়পত্র না দেয়া হয়নি বেশ কিছু আপত্তিকর দৃশ্যের জন্য। ছবিটির ৩৩টি দৃশ্যে সংশোধনী চেয়েছে সেন্সর বোর্ড।
অথচ কোনো রকম আপত্তি ছাড়াই ছাড়পত্র পেয়েছে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’। এই বিষয়টি নিন্দার ঝড় তুলেছে বলিপাড়ায়।
এই ছবিটি আগামী ২২ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেখুন  ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’র ট্রেলার :


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ