• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন |

আইজি প্রিজনকে হত্যার হুমকি

আইজি প্রিজনঢাকা: কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার বিকেলে সাংবাদিক পরিচয়ে ক্ষুদে বার্তার মাধ্যমে তাকে এ হত্যার হুমকি দেয়া হয় বলে তিনি নিজেই জানিয়েছেন।

তাকে যে মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে সেটি হল ০১৭৫৬৮১৭২৬৯।

একজন আসামিকে যশোর জেলে পাঠানোর পরিপ্রেক্ষিতে এ হত্যার হুমকি দেয়া হয়েছে বলে ক্ষুদে বার্তাটি হতে জানা যায়।

ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘জনাব, আইজি আপনি কি পাগল হয়ে গেছেন? রমজানের ঈদ আসছে। এই মুহূর্তে আপনি আমার ভাইকে যশোর কারাগারে পাঠাচ্ছেন!! এবার আমি আপনাকে ক্ষমা করবো না।…আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’

এ প্রসঙ্গে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ইফতেখার বলেন, যে এসমএস টা এসেছে সেটির মাধ্যমে একজন সাংবাদিক পরিচয়ে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

জানা গেছে, কিলার আব্বাসসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে কাশিমপুর কারাগার থেকে স্থানান্তরের পরই এ হুমকি দেওয়া হয়।

শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে যথাক্রমে যশোর, কুমিল্লা ও রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ