দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জমিয়তে ওলামায়ে ইসলাম জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) গাউসতলা জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওঃ মতিউর রহমান কাসেমী। বক্তব্য রাখেন জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা মো. সোহরাব হোসাইন, আলামিয়া মাদরাসার মুহতামিম মাওঃ আলহাজ¦ মো. রেজাউল করিম, নিউ টাউন মাদরাসার নায়েবে মুহতামিম মাওঃ আমজাদ হোসাইন, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আনসারুল ইসলাম প্রমূখ। মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী মো. পারভেজ, মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে সভাপতির বক্তব্যে মাওঃ মতিউর রহমান কাসেমী বলেন, সমাজে খোদা ভীরু ও সৎ লোক তৈরীর উদ্দেশ্যে আল্লাহ রমজানের লোজা ফরজ করেছেন। তিনি বলেন, ইসলাম জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে না ও প্রশ্রয় দেয় না। ইসলাম শান্তিতে বিশ^াস করে।