চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: গুপ্ত হত্যা ঠেকাও রুখে দাড়াঁও জঙ্গীবাদের বিরুদ্ধে এই শ্লোলগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সংসদ চিলমারী উপজেলা কমান্ড এর আয়োজনে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত।
টার্গেট কিলিং, গুপ্ত হত্যা ও জঙ্গী তৎপরতার মাধ্যমে দেশকে অস্থীতিশীল করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা জনতার সহযোগীতায় রবিবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঘন্টা ব্যাপি মানববন্ধনে ইউপি চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, আওয়ামী লীগ নেত্রিবৃন্দসহ সকল স্থরের জনতা যোগদেন। মানববন্ধন শেষে এক পথ সভায় বক্তব্য রাখেন ৭১’বীর সৈনিক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুছ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহিম, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, সৈনিক লীগের আহবায়ক আওয়ামী লীগ নেতা প্রকৈশলী আবু হানিফা রঞ্জু প্রমুখ।