• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন |

ফুলবাড়ীতে সেমাই কারখানা ও বেকারিতে ভ্র্যামমান আদালত

01বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সেমাই কারখানা ও বেকারিতে ভ্র্যামমান আাদালতে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী আফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহেতেশাম রেজার নেতৃতে পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা হাসপাতালের ফুড ইন্সপেক্টর জগদীশ চন্দ্র।  ভ্রাম্যমান আদালত পৌর শহরের কাজিখানা রোডে আনোয়ার বেকারীকে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, সেতু সেমাই কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে ১৫০০ টাকা জরিমানা করা হয়, সায়মা সেমাই কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয় ও শিখা বেকারীকে পণ্যের প্যাকেটে ব্যাচ নং ও মূল্য এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওয়ান্ডার বেকারীকে পণ্যের প্যাকেটে বিএসটিআই এর সীল জাল করায় ও মালিক না থাকার কারণে ওয়ান্ডার বেকারীর প্যাকিং মেশিন তুলে নিয়ে যায় ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ