• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন |

সৈয়দপুরে যৌন ‍উত্তেজক পানীয় বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে যৌন উত্তেজক কোমল পানীয় বিক্রির দায়ে হানিফ কনফেকশনারীর মালিক মো. হানিফ ওরফে সনুকে (৩২) এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হানিফ সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্পের বাসিন্দা মৃত গোলাম মোস্তফার পুত্র। আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: মুসা জঙ্গী ওই আদেশ প্রদান করেন।

সূত্রমতে, আজ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) বাঙ্গালীপুরের হানিফ কনফেকশনারী থেকে বোতলজাতকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক কোমল পানীয় বিক্রির সময় ওই কনফেকশনারীর মালিক হানিফকে হাতেনাতে আটক করে। এসআই নজরুল ইসলাম সিসি নিউজকে জানান, এ সময় ওই দোকান থেকে সেড ফার্মাসিউটিক্যালস্ (আর) এবং রেস্টর ফার্মাসিউটিক্যালস্ (ইউএন) এর উৎপাদিত ২৫ বোতল নিষিদ্ধ ‘টিপ অন’ ও ‘জিনরেক্স’ নামক যৌন উত্তেজক কোমল পানীয় বোতল আটক করা হয়। আটককৃত ওইসব পণ্য যা সরকার কর্তৃক কোন অনুমোদন নেই।

পরে আটক ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ওই রায় প্রদান করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, নিষিদ্ধ এসব পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ