• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পালিত

DSC02393সিসি নিউজ:  ওষুধ শিল্পে কর্মরত সকর প্রতিনিধিদের স্বার্থ সংশ্লিষ্ট সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের মাধ্যমে কর্মক্ষেত্রে হয়রানি ও ফোর পি বন্ধের বন্ধের দাবিতে সৈয়দপুরে মানব বন্ধন ও মৌন মিছিল পালিত হয়েছে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল এসোশিয়েসন সৈয়দপুর জেলা শাখার উদ্যগে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর জিকরুল হক সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়। পরে মানববন্ধনে অংশগ্রহন কারিরা দলবদ্ধ ভাবে মৌনমিছিল নিয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গ্রাজুয়েশন করে আজ কোম্পানির ব্যাগ নিয়ে দিন রাত ডাক্তার আর ওষুধের দোকানে ঘুরছি। শুধু কোম্পানির লাভের আশায়। ওষুধ কোম্পানি দিন দিন উপরে উঠলেও আজ এনজিও এর সার্ভের নামে মিথ্যে অভিযোগে জেল জরিমানা কবলে পড়তে হচ্ছে। কোন ছুটি নেই। তেলের দাম বেড়েছে তবে তুলনামুলক ট্রাভেলিং এলাউন্স বাড়েনি। বাড়েনি বেতন-ভাতা। সৈয়দপুর ফার্মাসিউটিক্যাল এসোশিয়েসন এর সদস্য মোঃ আশরাফুল হক বলেন, গত ৩০ জুলাই ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে ফোর পির সার্ভে চলাকালিন সময়ে আমাদের ৩৯জন সহকর্মিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ দিনের জেল ও ২হাজার টাকা জরিমানা দিতে হয়। আজ উচ্চ শিক্ষায় ডিগ্রি করে কোম্পানির চাকরি করে জেল খাটতে হলো। আমাদেও অপরাধ কোথায়। তারপরেও কোম্পানির মালিকেরা দেখেন না। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোশিয়েসনের সৈয়দপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম আলী (রেনেটা ফামার্) বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে কোম্পানির দ্বারা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। তাই এ সব বন্ধে এখন আমরা আন্দোলনে নেমেছি। যদি সংশ্লিস্টরা ফোর পির সার্ভের নামে আমাদের হয়রানি বন্ধ না করেন, তাহলে সারা দেশে এ আন্দলন ছড়িয়ে দেয়া হবে। সংগঠনটির সভাপতি শরিফুল ইসলাম খোকন বলেন, এখন হতে প্রতি মাসের প্রথম ও তৃত্বিয় শুক্রবার কোন রিপ্রেজেনটেটিভ মাঠে কাজ করবে না। এ টি স্থাানিয় ভাবে ছুটি ঘোষনা করা হলো। যদি এ নিয়ে কোন বাড়াবাড়ি হয় তাহলে কঠোর হতে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ