• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :

পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

নীলফামারী প্রতিনিধি: অষ্টম জাতীয় পে-স্কেল অনুযায়ী পাঁচ শতাংশ ইনক্রিমেণ্টসহ (বার্ষিক প্রবৃদ্ধি) পাঁচ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে এমপিও ভুক্ত বেসরকারী স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি স্কুল- কলেজের শিক্ষকরা।
বৃহস্পতিবার স্থানীয় চৌরঙ্গী মোড়ে এমপিও ভুক্ত বেসরকারী স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি স্কুল- কলেজ শিক্ষক পরিষদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন জেলার অন্তত পাঁচ শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহ¯্রাধিক শিক্ষক-কর্মচারী অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সেখানে সংগঠনের  জেলা শাখার সভাপতি মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম, উপাধ্যক্ষ শাহজাহান সরকার, মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মৃনাল কান্তি রায়, পরিতোষ রায়, কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকারাম রায়, চাঁদের হাট ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, নুতন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, কালিতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুধীর রায়, রামগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লীনা দে, পঞ্চপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
এসময় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমনা ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
বক্তারা মূল বেতনের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারী চাকুরী জীবীদের সমপরিমান বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা, সম্মানজনক হারে বাড়ি ভাড়া প্রদানের দাবী জানান।
শেষে পাঁচ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে সংগঠনের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ