• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন |

মানব বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ হাতির!

elephant_39794সিসি ডেস্ক: বন্ধু নদীতে ডুবে যাচ্ছে৷ ওকে বাঁচাতেই হবে৷ তাই মায়ের হাত (শুঁড়) ছাড়িয়ে লাফিয়ে পড়ল ক্ষুদে হাতি৷ একগলা জলে তখন ডুবুডুবু তারই বন্ধু৷ নদীর মধ্যে ঝাঁপিয়ে সে এক দারুণ কাণ্ড ঘটাল ছোট্ট হাতিটা৷
ঘটনা থাইল্যান্ডের এলিফ্যান্ট নেচার পার্কের৷ ইশারায় হাতিদের কাছে বলা হয় তাদের ট্রেনার ডেরেক ডুবে গেছে৷ সেই সংকেত পেতেই বড় হাতির দলে থাকা ক্ষুদে হাতি চনমনিয়ে ওঠে৷ হঠাৎ মায়ের কাছ থেকে নেমে পড়ে নদীতে৷ তারপর জল দাপিয়ে পৌঁছে যায় বন্ধু কাম ট্রেনার ডেরেকের কাছে৷ তাকে শুঁড় দিয়ে জাপটে ধরে৷ পরীক্ষামূলক এই প্রশিক্ষণের পুরো ঘটনা ভিডিও রেকর্ড করা হয়৷  এই ছবি ভাইরাল হয়েছে৷ ২৪ লক্ষের বেশি দর্শক ফুটেজটি দেখেছেন৷  অবলা হাতির অদ্ভুত ভালবাসা দেখে ছড়িয়েছে আলোড়ন৷ ডেরেক স্তম্ভিত৷ দীর্ঘদিন ধরেই তিনি হাতি প্রশিক্ষণে কাজ করেন৷ তার কাছে এই অভিজ্ঞতা রীতিমতো নতুন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ