• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন |

মক্কা-মদিনা হাইস্পিড ট্রেন আগামী মার্চে

966আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে সংযোগকারী হাইস্পিড ট্রেন চালুর দিনক্ষণ একটু পিছিয়ে আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের মার্চ মাসে নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের দায়িত্বে নিয়োজিত আল শৌলা কনসোর্টিয়ামের এক মুখপাত্র জানান, ট্রেন পুরোপুরি চালু হবে ২০১৮ সালের মার্চ মাসে, তবে আংশিক চালু হবে কয়েক মাস আগেই।

স্পেনের ১২টি এবং সউদি আরবের দুইটি কম্পানির সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামকে ২০১১ সালে এ কাজের দায়িত্ব দেয় সউদি আরব। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬৭০ কোটি ইউরো (৭১০ কোটি মার্কিন ডলার)। তবে প্রকল্পের অতিরিক্ত ব্যয় পুষিয়ে নিতে সউদি সরকার আরো ১৫ কোটি ইউরো দিতে রাজি হয়েছে বলে জানান কনসোর্টিয়ামের মুখপাত্র।

প্রকল্পের কাজের অন্তর্ভুক্ত রয়েছে মক্কা-মদিনার মধ্যে ৪৪৪ কিলোমিটার ট্র্যাক বসানো এবং আগামী ১২ বছর ৩৫টি ট্রেন ও রেললাইন রক্ষণাবেক্ষণ করা।

কাজ শেষ হলে প্রতিদিন এই পথে এক লাখ ৬৬ হাজার যাত্রী চলাচল করতে পারবে। সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ