• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন |

জাপানে শক্তিশালী ভূকম্পন, সুনামি সতর্কতা

image-7317আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এতে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়।

বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, এর উৎপত্তিস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এই এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজধানী টোকিওর উত্তরে অবস্থিত ফুকুশিমায় ২০১১ সালের ভূমিকম্পে অনেক পরমাণুস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। জাপানের ইতিহাসে ৯ মাত্রার ওই ভূমিকম্পে ফুকুশিমার অধিকাংশ পরমাণুস্থাপনা বন্ধ ঘোষণা করা হয়।

জাপান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পবলয় এলাকায় অবস্থিত। ৬ অথবা তার বেশি মাত্রার ২০ শতাংশ ভূমিকম্পই জাপানে হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ