• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:০৭ অপরাহ্ন |

হাজার টন কয়লা নিয়ে লাইটার জাহাজডুবি

মংলা: বন্দর চ্যানেলে ফেয়ারওয়ে বয়া এলাকায় বঙ্গোপসাগরে এক হাজার মেট্রিকটন কয়লা নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজের আরোহী ১২ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে মংলা বন্দর থেকে প্রায় ১৩০ নটিক্যাল মাইল দূরে এমভি আইসগাতি নামে ওই লাইটার জাহাজটি ডুবে যায়।

জাহাজটির পণ্য খালাসকারী প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, ফেয়ারওয়ে বয়া বন্দর চ্যানেল থেকে জাহাজটি মংলার দিকে আসছিল। তীব্র স্রোত ও ঢেউয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজে ১২ জন কর্মচারী ও চারজন নিরাপত্তাকর্মী ছিলেন। তাদের সবাইকে পাশের আরেকটি লাইটার জাহাজে করে নিয়ে আসা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধার করা যায়নি।

হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ জানান, যে এলাকায় জাহাজটি ডুবেছে ওই এলাকা সব সময় উত্তাল থাকে। সে কারণে নৌযানটির অবস্থান সনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া ট্রেডার্সকে কোস্টারটি উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ