• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৫২ অপরাহ্ন |

সমস্যায় জর্জরিত মহীপুর হাজী মহসীন কলেজ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: গত ১০ বছর যাবৎ জীবনের ঝুকি মাথায় নিয়ে নিজ দ্বায়িত্ব পালন করে যাচ্ছি এমন মন্তব্য করেন জয়পুরহাটের পাঁচবিবিতে প্রায় ৬০ বছর আগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর প্রতিষ্ঠিত মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের কম্পিউটার অপারেটর মোঃ বাছের আলী। কলেজের প্রধান সহকারি মোঃ জাহেরুল ইসলাম একই সুরে বলেন মাধ্যমিক শিক্ষা প্রকশৌল অধিদপ্তর থেকে ২০১০ সালে প্রেরিত পত্রে এ প্রতিষ্ঠানের ২টি ভবনের বিমে ফাটলসহ ভবনের ছাদের তলা হতে কংক্রিট খুলে পড়ছে ফলে এসব কক্ষে দাপ্তরিক কার্যক্রম, শ্রেনী কক্ষ হিসাবে ব্যবহার নিরাপদ নয়। আজ পর্যন্ত উক্ত বিল্ডিয়ের কোন প্রকার সংস্কারের উদ্দোগ নেওয়া হয়নি, শ্রেনী কক্ষের অভাবে এসব ঝুকি পূর্ন বিল্ডিয়েই নিয়মিত ছাত্রদের পাঠদান করা হচ্ছে এবং আমরা অফিস স্টাপসহ  শিক্ষকরাও ঝুতিতে আছি।  অপর দিকে কলেজে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে এতে দেখা দিয়েছে ফলাফল বিপর্যয়।
১৯৬৯ সালে মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী প্রায় ১১ একর জমির উপর কলেজটি প্রতিষ্টা করেন। শিক্ষক সংকট আর প্রয়োজনীয় শ্রেণী কক্ষের অভাবে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। বর্তমানে ২২ জন প্রভাষকের মধ্য রয়েছেন মাত্র ৩ জন, ১৯ জন প্রভাষকের পদ খালি রয়েছে। পদার্থ বিজ্ঞান বিভাগে কোন শিক্ষক নেই। এছাড়া প্রর্দশকের ৪ টি, শরীরচর্চা বা ক্রীড়া বিভাগে ১টি ও গ্রন্থাগারিকে ২ টি পদ বছরের পর বছর খালি পড়ে আছে। শিক্ষক সংকটের কারণে ক্লাস ঠিক মতো হয় না। অপর দিকে কলেজে প্রথম বর্ষ থেকে অনার্স পর্যন্ত ৩৬ টি ক্লাস রুমের প্রয়োজন সেখানে ক্লাস রুম আছে মাত্র ১৫। এতসব সমস্যার কারনে দুপুরের মধ্যেই কলেজ ক্যাম্পস ফাঁকা হয়ে যায়। কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র নাহিদ বাবু অভিযোগ করে বলেন বাড়ি থেকে কলেজ ২৫ কি.মি. রাস্তা ভ্যান-রিক্্রসায় ১২০ টাকা খরচ করে আসা-যাওয়া করি শিক্ষকের অভাবে সব ক্লাশ হয়না। অর্নাস ৩য় বর্ষের দর্শন বিভাগের ছাত্রী ফাতেমা আক্তার রানুও একই অভিযোগ করে বলেন ট্রেন, বাস এবং রিক্্রসা যোগে অনেক টাকা খরচ করে প্রতিদিন কলেজে আসি কিন্ত শিক্ষক সংকটের কারনে সব ক্লাশ হয়না ফলে গাইড বই পড়েই পরীক্ষার প্র¯ুÍতি নিতে হয় আমার মত সব সহপাঠিদের। এছাড়া পর পর ৪ জন অধ্যক্ষ দ্বায়িত্ব পালন করে গেলেও কোন প্রকার কলেজ ম্যাগাজিন বা ক্রোড়পত্র প্রকাশ করা হয়নি। কলেজ সংল্গন বিশাল খেলার মাঠ থাকলেও ক্রিড়া শিক্ষক না থাকায় জাতীয় দিবস গুলো ছাড়া কোন প্রতিযোগিতার আয়োজন করা হয়না বলে জানায় কলেজ ছাত্রনেতারা। এ সকল সমস্যার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বরজাহান আলী বলেন, কলেজের ২টি ভবন ব্যবহার অনুপযোগি মন্ত্রনালয় তা অনেক আগে থেকেই জানে, তবে শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে প্রতিবেদন আকারে জানানো হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ