• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪১ অপরাহ্ন |

দস্যু জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

বরিশাল: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় স্বাভাবিক জীবনে ফিরতে সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ২০ বনদস্যু আত্মসমর্পণ করেছে। রোববার দুপুরে বরিশাল নগরের রূপাতলীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।
জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঁচটি বিদেশি নকনালা বন্দুক, সাত বিদেশি দোনালা বন্দুক, দুটি বিদেশি এয়ার রাইফেল, পাঁচটি ওয়ানশুটার, দুটি পয়েন্ট ২২ বিদেশি রাইফেল, চারটি বিদেশি কাটা রাইফেল, পাঁচটি শর্টগান, একটি পাইপগান এবং এক হাজার ৫০৭ রাউন্ড বিভিন্ন প্রকার  গোলাবারুদ জমা দেন।
এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, স্থানীয় সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশালের ডিআইজি শেখ মো. মারুফ হোসন, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী হিসেবে পরিচিত। এ বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল কৃষক, জেলে ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।
এ নিয়ে এখন পর্যন্ত যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবন এলাকায় সক্রিয় দস্যু বাহিনীগুলোর মধ্যে ৯টি বাহিনী আত্মসমর্পণ করল। জাহাঙ্গীর বাহিনীর আগে মাস্টার বাহিনী, নোয়া বাহিনী, খোকাবাবু বাহিনী, শান্ত বাহিনী, আলম বাহিনী, সাগর বাহিনী, মস্তু বাহিনী ও ইলিয়াস বাহিনী আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর ৯০ জনের অধিক দস্যু ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ