• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:১১ অপরাহ্ন |
শিরোনাম :
অনলাইন জুয়ার কারণে অর্থ পাচার বাড়ছে: অর্থমন্ত্রী দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা

সেবার মান উন্নয়নে সেবাগ্রহিতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ

নীলফামারী প্রতিনিধি: হাসপাতালের সেবার মান উন্নয়নে সেবা গ্রহিতাদের সাথে মুখোমুখি হয়েছেন নীলফামারী আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী মঙ্গলবার দুপুরে হাসপতাল চত্ত্বরে  মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে।
সনাক সভাপতি প্রকৌশলী এস,এম সফিকুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে মুখোমুখি অনুষ্ঠানে নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. হাসিনুর রহমান উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের বিভিন্ন  প্রশ্ননের উত্তর প্রদানসহ  সেবার মান উন্নয়নে সেবাগ্রহিতাদের পরামশর্^ গ্রহণ করেন।
সনাক সদস্য মিজানুর রহমান লিটুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক নাসিমা বেগম।
এসময় নীলফামারী আধুনিক সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক, সেবক, সেবিকাসহ দুই শতাধিক সেবা গ্রহিতা উপস্থিত ছিলেন।
সনাক নীলফামারীর সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বলেন, নীলফামারী আধুনিক সদর হাসপাতালে আগত সেবা গ্রহণকারীরা ৯০ শতাংশই গরবী মানুষ। সেবা নিতে এসে তারা যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয়ে সেবাদানকারীদের সেবা গ্রহণ করতে পারে। এই হাসপাতাল যাতে সেবা বান্ধব হাসপাতালে পরিণত হয় সেই জন্য সেবাগ্রহণকারিদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে মুখোমুখি করা হয়।
মুখোমুখি অনুষ্ঠানে সেবাগ্রহিতাদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সহ সেবার মান উন্নয়নে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ