• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন |

বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সাফল্য অর্জন করেছে সরকার -এমপি মানিক

ছাতক প্রতিনিধি: সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে অভাবিত সাফল্য অর্জন করেছে। আর এর সফলতা ভোগ করছে অজপাড়াগাঁয়ের মানুষ। তাই শীঘ্রই দেশের প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ পেছ দেয়ার কাজ করছে সরকার। এমপি মানিক রোববার রাতে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ব্রাহ্মণ ঝুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখপাড়া, বাসনাকান্দি, গোপালপুর ও ব্রাহ্মণ ঝুলিয়া গ্রামে বিদ্যুতায়ন কর্মসূচীর দ্বাধন ্পলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজি ইসকন্দর আলীর সভাপতিত্বে ও মাস্টার ছমরু মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ইউসুফ আহমদ। বক্তব্য রাখেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির তত্বাবধায়ক প্রকৌশলী মনেন্দ্র লাল মুস্তাফি, সুনাগঞ্জের জিএম একেএম জাহিদুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার নাজমুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আরহমদ, পল্লীবিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব পীর মো. আলী মিলন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা অতুল দে, শিক্ষক ফখর উদ্দিন, ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিকম্পাদক মঞ্জুর আলম, এখলাছুর রহমান ফয়েজ, আসলম আলী, শিক্ষক বিপ্রেশ দাস, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমূখ। পরে বিএনপি নেতা এখলাছুর রহমান ফয়েজসহ বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেন।

ছাতকে ইসলামপুর সংস্থার হজ্ব যাত্রিদের সংবর্ধনা
ছাতকে ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার ৭জন সদস্যসহ এলাকার ১৭জন হজ্ব যাত্রিকে সংবর্ধনা ও তাদের নিরাপদ ভ্রমনের জন্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের পরিচালনায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, নোয়াগাঁও-গনেশপুর মাদরাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল হান্নান। উপস্থত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজি ইছহাক আলী, হাজি নাজিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন, হাজি ফারুক আহমদ, বিলাত আলী, এনায়েতুলল হক-কালা মিয়া, হাজি ওয়ারিছ আলী, কফিল উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, সংস্থার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ জহির আহমদ, অফিস সম্পাদক ফজলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল হক, প্রচার সম্পাদক হাফেজ মঈন উদ্দিন, সদস্য হাজি বদরুল আলম, ফয়ছল আহমদ, মকবুল হোসেন, নঈম উদ্দিন, আবুল হাসান, আব্দুল্লাহ, জাহাঙ্গির আলম, গোলাপ মিয়া, নজরুল ইসলাম প্রমূখ। সভায় সংস্থার ৭জন সদস্যসহ এলাকার ১৭জন হজ্ব যাত্রিকে সংবর্ধনা ও নিরাপদ ভ্রমনসহ তাদের হজ্ব কবুলের জন্যে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, শায়খ মাওলানা আব্দুল হান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ