• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন |

আত্রাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জামগ্রাম এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিতিত্তে আত্রাই থানা এস আই মোঃ ফিরোজ মিয়া সঙ্গীয় র্ফোসসহ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ মোঃ রকেট (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী রকেট উপজেলার জামগ্রাম গ্রামের মোঃ মোকলেছ সোনারের পুত্র বলে জানা গেছে।
তিনি আরো বলেন, তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ মঙ্গলবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বীমার টাকা ফেরত না পাওয়ায় হতাশ গ্রাহকরা
নওগাঁর আত্রাইয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বীমাকৃত আমানতের টাকা ফেরত না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ২শতাধিক গ্রাহক। মেয়াদ শেষ হওয়ার এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও এক বছরেরও অধিক সময় অতিবাহিত হওয়ার পরও এসব গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পায়নি। ফলে তাদের মাঝে হতাশা ও চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, সানলাইফ ইন্সুরেন্স কোং লিঃ নামে একটি বীমা সংস্থা প্রায় এক যুগ পূর্বে আত্রাইয়ে কাজ শুরু করে। ১০ বছর মেয়াদে টাকা জমা করলে ১০ বছর পর দ্বিগুণ টাকা ফেরত দেয়ার প্রলোভন দিয়ে সহ¯্রধিক গ্রাহক সংগ্রহ করে। এদিকে গত এক বছরেরও বেশি সময় পূর্বে ১০ বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ২৩০ জন গ্রাহকের। মেয়াদ উত্তীর্ণের পর এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও এক বছরেও তারা টাকা পায়নি। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকসহ ওই সংস্থার স্থানীয় কর্মীরা।
এ ব্যাপারে হতাশাগ্রস্থ গ্রাহক পাঁচপাকিয়া গ্রামের জাহেদুল ইসলাম, শিবপুর গ্রামের তোতা ও জয়নাথপুর গ্রামের গোলাম মোস্তফার সাথে কথা বললে তারা জানান, আমাদের বীমার ১০ বছর পূর্তির পর লাভসহ আমাদের টাকা ফেরত দেয়ার কথা থাকলেও মেয়াদ উত্তীর্ণের পর প্রায় এক বছর পার হলেও আমরা আমাদের কোন টাকা ফেরত পাইনি। বর্তমানে আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি আদৌ এ টাকা ফেরত পাবো কি না।
এ ব্যাপারে ওই অফিসের স্থানীয় ইনচার্জ আনিছুর রহমান বুলু বলেন, আমরা কাগজপত্র উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। সেখানে কেন এত বিলম্ব হচ্ছে তা আমার জানা নেই। এ ব্যাপারে সানলাইফ ইন্সুরেন্স কোং লিঃ রাজশাহী বিভাগীয় জুনিয়র সহকারী প্রজেক্ট ডাইরেক্টর অছিউর রহমান মিল্টন বলেন, মেয়াদ উত্তীর্ণের এক বছর পার হলেও গ্রাহকরা টাকা ফেরত পায়নি, এটা ঠিক না। আসলে এক সঙ্গে অনেক গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। এতোমধ্যেই অনেক গ্রাহকের টাকা আমরা ফেরত দিয়েছি। অল্প সময়ের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ সকল গ্রাহকই টাকা পেয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ