• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন |

চাঁদপুরে শোক সমাবেশের গাড়ি বহরে হামলা, আহত অর্ধশত

শরীফুল ইসলাম, চাঁদপুর: জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের আয়োজনে ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসের সমাবেশে আগতদের গাড়ি বহরে হামলা চালিয়েছে স্থানিয় সংসদ শামছুল হক ভূঁইয়ার সমর্থক কর্মীরা। হামলায় প্রায়  অর্ধশত নেতা কর্মী আহত হয়েছে। পরে আহতদের অন্যান্যরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন : ফরিদগঞ্জ ১২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাছির হাওলাদার (২৮), তার ছোট ভাই সাইফুল (২৩), যুবলীগ কর্মী রাকিব (২৮), শিমুল (২২), সাইফুল (২৩), শাহপরান ( ৩০), রুবেল (৩২), রাজ্জাক (২১), রাজু (২৮), কাউসার (১৯)সহ আরো বহু নেতা কর্মী হামলায় আহত হয়েছে। এর মধ্যে যুবলীগ নেতা নাছির অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বাকিদের সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে গুরুতর আহত নাছিরকে দেখতে সদর হাসপাতালে আসেন জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, বিএম এর সাবেক সভাপতি হারুনুর রশিদ সাগরসহ বিভিন্ন নেতাকর্মীরা। আহতরা জানান, শুক্রবার দুপুরে মুহম্মদ শফিকুর রহমানের আয়োজনে ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসের সমাবেশে যাওয়ার পথে কুড়িরহাট এলাকায় মটর সাইকেল বহর আসলে স্থানিয় সংসদ শামছুল হক ভূঁইয়ার এপিএস রুবলে ও সমর্থক বাচ্চুসহ ২০ থেকে ২৫ জন কর্মী পিস্তল এবং দেশিয় অস্ত্র দিয়ে যুবলীগের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় তাদেরকে এলো পাথারি কোপাতে থাকে। তাদের সাথে থাকা মটর সাইকেলগুলো ভেঙে ফেলে। এছাড়া ৭টি মোটর সাইকেল নিয়ে যায়। শোক সমাবেশে গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে অতর্কিত হামলার নিন্দা জানিয়েছেন যুবলীগ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ