• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:১০ অপরাহ্ন |

৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল: ইউনেস্কো

সিসি নিউজ, ৩১ অক্টোবর: বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ৩০শে অক্টোবর প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এ ঘোষণা দেন।

এ স্বীকৃতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে পরিণত হলো। পাশাপাশি বৈশ্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মারকে তালিকাভুক্ত হলো।

১৯৭১ সালে ৭ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের সমাবেশে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামবঙ্গবন্ধুর এই মন্ত্র সারা দেশের মানুষকে স্বাধীনতার বার্তা দেয়।

মূলত ওই ভাষণই ছিলো বাংলাদেশের স্বাধীনতার ডাক। সেদিনের সেই ভাষণের নির্দেশনাই কার্যত এ দেশের স্বাধীনতা এনে দেয়, বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ