• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০০ অপরাহ্ন |

সর্বদলীয় নয়, সরকারের নেতৃত্বে থাকবে আ. লীগ

সিসি নিউজ, ১৩ মে: অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই মন্ত্রিপরিষদে শেষ দফা রদবদল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আকার ছোট হয়ে যাবে মন্ত্রিসভা। সর্বদলীয় নয়, নির্বাচনকালীন সরকার থাকবে আওয়ামী লীগের নেতৃত্বেই।
সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের বাধ্যবাধকতা। সে অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরে। আর ভোট ডিসেম্বরে।
তত্ববাধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর প্রথম নির্বাচন হয় ২০১৪ সালের পাঁচ জানুয়ারি। তার আগে ২০১৩ সালের নভেম্বরে ছোট করা হয় মন্ত্রিসভার আকার। সংবিধান অনুযায়ী যারা শুধু্ নির্বাচন কমিশনকে সহায়তা করে। এবারও সেরকম নির্বাকালীন মন্ত্রিসভার কথাই ভাবছে সরকার।
নির্বাচনের সময় মন্ত্রিপরিষদ শুধু রুটিন কাজ করবে। নীতি-নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেবে না।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন করে চিন্তাভাবনার কোন সুযোগ নেই। সংবিধান মোতাবেক বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্বে থেকে পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ