• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন |

সৈয়দপুর হাসপাতালে অর্ধ শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি

সিসি নিউজ, ২৬ মে: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গত ৩ দিনে ৫২ রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ি ও বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের বেশি।
হাসপাতালে গিয়ে জানা যায়, শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ১১জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ইমরান (৫), আয়না (৫) ও ইয়াসিন (৩) নামে ৩ শিশু রয়েছে। এদের মধ্যে ইমরান ও আয়নার বাড়ী সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এবং ইয়াসিনের বাড়ি নীলফামারী সদরের ছোট সংগলশী গ্রামে। অন্যান্য রোগীরা হলেন শ্বাষকান্দর গ্রামের শফিকুল (৪০), আঃ করিম (৪০) ও ওবায়দুল (৫৮), সোনাপুকুরের মোস্তাফিজার (৩৬) ও মুক্তা (২২) এবং বাঁশবাড়ির মিনারা (২০), সিমা (১৫) ও শবনম (২৭)।
এ ব্যাপারে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক ডা: হাবিবা আখতার সিসি নিউজকে বলেন, ইতিমধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর যারা ভর্তি রয়েছে তাদেরকে যথাসাধ্য চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ