• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৫ অপরাহ্ন |

রংপুরে পরিবহন আইন সংশোধনের দাবিতে জনসভা

রংপুর, ২৪ অক্টোবর।। পরিবহন শ্রমিক-মালিকরা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে বা নামাতে আন্দোলন করেন না। নিজেদের ন্যায্য অধিকার আদায় ও দেশের উন্নয়নের চাকা সচল রাখতেই পরিবহন শ্রমিকরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রহিম বকস্ দুদু।
তিনি বলেন, নতুন সড়ক পরিবহন আইনের দ্বারা সড়ক নিরাপদ হবে না। নতুন আইনের বেশ কিছু ধারা পরিবহন মালিক-শ্রমিকদের জন্য সাংঘর্ষিক ও স্বার্থ বিরোধী। যার মাধ্যমে পরিবহন শিল্প ধ্বংস হবে। নতুন আইন সংশোধনের দাবিতে আগামী ২৮ ও ২৯ অক্টোবর ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। বুধবার বিকেলে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ সংশোধনীর দাবিতে অনুষ্ঠিত সমাবেশে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ এম এ মজিদ।
এসময় অন্যান্যদের বক্তৃতা করেন রংপুর মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম মুকুল, রংপুর ট্রাক ও ট্যাংকলরী কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সেক্রেটারী শহিদুল ইসলাম মানিক, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম এ রফিক, সেক্রেটারী ফজলে রাব্বী, নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সেক্রেটারী আলতাফ হোসেন, কুড়িগ্রাম মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মজিদুল ইসলাম সরদার, লালমনিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম, সেক্রেটারী বুলবুল আহমেদ, গাইবান্ধা মটর শ্রমিক ইউনিয়ন সেক্রেটারী শ্রী বিষু দেব প্রমুখ।
প্রধান বক্তা ওসমান আলী বলেন, শ্রমিকদের দাবি আদায় না হলে পরিবহন সেক্টরে উন্নয়ন ব্যবহ হবে। দেশের উন্নয়নের চাকা সচল রাখতেই সরকারকে নতুন আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ সংশোধন করতে হবে। নইলে এরশাদ সরকারের সময়ে গড়ে উঠা আরেকটি শ্রমিক আন্দোলন দেখবে বাংলাদেশ।
এসময় জনসভায় শ্রমিক নেতারা অবিলম্বে নতুন সড়ক পরিবহন আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারাগুলো সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনের আন্দোলনে দেশের সকল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ