• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন |

নিজেদের দোষেই বিএনপির ভরাডুবি হয়েছে: শেখ হাসিনা

ঢাকা, ৩১ ডিসেম্বর।। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের দোষে সাতটি আসন পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচনের বিষয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যোগ্য প্রাথীর মনোনয়ন না পাওয়ায় বিএনপির ভোটের এ অবস্থা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের জন্য বিএনপি প্রত্যাখাত হয়েছে। মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে বলে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে।

শেখ হাসিনা বলেন, মাদক, দুর্নীতি ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবার সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৮শ এর বেশি প্রার্থী। এর মধ্যে ৫০ জনের মতো রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টিতে। এরমধ্যে স্থগিত রয়েছে একটি আসনের ফল। প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি একটিতে। এরমধ্যে স্থগিত রয়েছে একটি আসনের ফল। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় পেয়েছে ২৮৮টি আসনে। বিএনপি নেতৃত্বাধীন মহাজোট জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ