• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১২ অপরাহ্ন |

যাত্রা শুরু হলো নীলফামারী মেডিকেল কলেজের

সিসি নিউজ, ১০ জানুয়ারী।। একাডেমিক কার্যক্রম শুরু হলো নব নির্মিত নীলফামারী মেডিকেল কলেজের। আজ বৃহষ্পতিবার পলাশবাড়ির ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের অস্থায়ী ক্যাম্পাসে এমবিবিএস প্রথম বর্ষের প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থীর পরিচিতি সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রবিউল ইসলাম শাহ্ সভাপতিত্বে এসময় রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ও সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি আসাদুজ্জামান নূর।
চলতি শিক্ষাবর্ষ থেকে ৫০ জন করে শিক্ষার্থী নবনির্মিত এই মেডিকেল কলেজে অধ্যায়নের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ