• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

করোনা সংকটে ত্রাণ তহবিলে ৩৮ কোটি টাকা দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

সিসি ডেস্ক, ০৯ মে ।। করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থাগুলোর পক্ষ  থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ   তহবিলে ৩৮ কোটি ২২ লাখ টাকা  অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।রোববার (১০ মে)  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের কাছে অনুদানের অনুদানের চেক হস্তান্তর করবেন শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব।

মন্ত্রণালয় সূত্রে জানা   গেছে,   করোনাভাইরাস   সংকট   মোকাবিলায়   শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোতে কর্মরত   কর্মকর্তা-কর্মচারীরা   স্বেচ্চায়   এক দিনের   মূল বেতনের সমপরিমাণ অর্থ দেন।

এর মধ্যে মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা   বিভাগ   ও  তার   আওতাধীন ১৬টি দপ্তর ও প্রতিষ্ঠান মোট ২৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ ৮ কোটি ৩০ লাখ ৩৮ হাজার মোট ৩৮ কোটি ২২ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তারমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১ কোটি ৭০ লাখ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ১৮ হাজার ৮৫৩ টাকা, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ১ লাখ ১৮ হাজার, এনটিআরসিএ   একদিনের   বেতন   ৪৭   হাজার   ও  বিশেষ অনুদান   হিসেবে   আরও   ১   কোটি   টাকা   দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রধানমন্ত্রীর   শিক্ষা   সহায়তা   ট্রাস্ট   ১৭ হাজার,   বাংলাদেশ   ইউনেস্কো   কমিশন   ২৯   হাজার,   শিক্ষা প্রকৌশল   অধিদপ্তর   ৭   লাখ,   শিক্ষা   প্রকৌশল   অধিদপ্তরে ইঞ্জিনিয়ার্স   অ্যাসোসিয়েশন   এবং   ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স   অ্যাসোসিয়েশন   ৫   লাখ   করে   ১০   লাখ, আন্তর্জাতিক   মাতৃভাষা   ইনস্টিটিউশন   ৩০   হাজার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা   অধিদপ্তর ৩ লাখ এবং   এ  অধিদপ্তরের আতওাধীন মাঠ পর্যায়ে অফিসসমূহে ২৬ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকা, নায়েম ১ লাখ ৮৯ হাজার, এনসিটিবি বেতনের অংশ ২ লাখ ৭ হাজার এবং বিশেষ অনুদান হিসেবে আরও   ১   কোটি   টাকা   দিয়েছে।

ডিআইএ   ৬৩   হাজার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডগুলো বেতনের অংশ ১১ লাখ ৫৯ হাজার এবং বিশেষ অনুদান হিসেবে আরও ১ কোটি টাকা দিয়েছে।   কারিগরি ও মাদ্রাসা বিভাগ মোট ৮ কোটি ৩০ লাখ ৩৮ হাজার   টাকা   অনুদান   হিসেবে   সংগ্রহ  করেছে।

মন্ত্রণালয়ের   কারিগরি   ও   মাদ্রাসা   বিভাগ   এবং   জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষনা একাডেমি মিলে ১ কোটি ৫৯ লাখ, কারিগরি অধিদপ্তর ৬২ লাখ ৫২৯ টাকা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৭০ লাখ, মাদ্রাসাশিক্ষা   অধিদপ্তর,   মাদ্রাসা   শিক্ষক   প্রশিক্ষণ   একাডেমি   ও মাদ্রাসা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৭ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ