• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন |

সৈয়দপুরে পূবালী স্কাউটস পাঠাগারের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে পূবালী স্কাউটস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষে এক পাঠচক্রের আয়োজন করা হয়। পূবালী স্কাউটস পাঠাগারে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় আয়োজিত ওই পাঠচক্রের বিষয় ছিল “রবীন্দ্রনাথ ও নজরুলের লেখনীতে জীবনদর্শন”।
“মুজিবর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” প্রতিপাদ্যে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবসের পাঠচক্রের অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
পাঠচক্রে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের প্রভাষক সোহেল আরমান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাবিনা সালাম, সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক কোহিনুর বেগম, লায়ন্স স্কুলের বাংলা শিক্ষক রমানাথ রায়, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রভাষক আক্তারুজ্জামান, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক সাজ্জাদ আরা, বিশিষ্ট সাহিত্যিক আকমল সরকার রাজু।
পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের কার্যকরি সভাপতি মো. সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠচক্রে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের যুগ্ম-সম্পাদক ও প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বুলবুল, পাঠাগারের আহবায়ক জনাব মাসুদ রানা খান বাবু, আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেন জনাব আবু জাবেদ লাবু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বই হচ্ছে সবচেয়ে পরিশুদ্ধ বিনোদনের একটি জায়গা এবং জ্ঞান অন্বেষণের জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আমাদের প্রজন্মকে বইয়ের দিকে আকৃষ্ট করাই হোক জাতীয় গ্রন্থাগার দিবসে আমাদের প্রতিজ্ঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ