• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন |

সৈয়দপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনব্যাপী কর্মসূচী

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ ।। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পৌর ছাত্রলীগের উদ্যোগে দুই দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর প্রথমদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ছাত্রলীগ সংগঠনটির নিজস্ব কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান। পৌর ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগের সম্পাদক সিফাত সরকার। ওইদিন সারাদিন ব্যাপী প্রচার করা হয় বঙ্গবন্ধুর ভাষণ। এছাড়া এদিন বিকেলে গরিব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বাদ মাগরিব একই কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উলেখ্য বুধবার তাঁদের দ্বিতীয় দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ