সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে দুস্থ ও অসহায় শতাধিক পরিবারে নগদ অর্থসহ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে এ উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন। সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ৪ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুল ইসলাম মিন্টু, স্টান্ডার্ড ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক রোস্তম আলী ,লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। উল্লেখ্য উপহারসামগ্রীর মধ্য রয়েছে নগদ অর্থসহ চাল, চিনি, সেমাই, লাচ্ছা ও তেল।