• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন |

৩০ দিন পর করোনায় একজনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। টানা ৩০ দিন পর করোনায় মৃত্যু দেখলো দেশ । সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।

শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৭৪৭ জন। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

উৎস: ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ