সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা পৌরসভার রবিবার মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসিব সাদিক নোভা জয়ী হয়েছেন। তিনি নারিকলে গাছ প্রতীকে ১২ হাজার ৫৯১ ভোট পেয়েছেন। ভোট গ্রহন শেষে বিকেলে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করা হয়।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন আট হাজার ৭৬৭ ভোট। অপর প্রার্থী জামায়াতের সাবেক উপজেলা আমীর ছাদের হোসেন মোবাইল ফোন প্রতীকে তিন হাজার ৩৫৮ ভোট পেয়েছেন।
চলতি বছরের ১৯ জানুয়ারী মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর আকষ্মিক মৃত্যুতে মেয়র পদটি শুন্য হয়। উপ- নির্বাচনে ওই পূরণ করেন তাঁর ছেলে নাসিব সাদিক নোভা।
অপরদিকে ওই পৌরসভার প্রায়ত মেয়র আনোয়ারুল কবীর চৌছুরীর ছেলে বিএনপি নেতা ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। বাবার মৃত্যুর পর এক দফায় মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। এবারে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে বহিস্কৃতের পাশাপাশি ভোটে পরাজিত হন।
সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ১৮টি কেন্দ্রে ইভিএমে টানা ভোট গ্রহন চলে। নয়টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৭ হাজার ১৯১ জন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৭৪ এবং মহিলা ১৮ হাজার ৪১৭ জন। ভোট পড়েছে ৬৬ দশমিক ৪৬ ভাগ।
নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষে বিকেলে ওই ফলাফল ঘোষণা করা হয়’।