সিসি নিউজ।। হতদরিদ্র আলাদা দুই পরিবারের সন্তান মোঃ রনি ইসলাম ও কাজী সোহানুর রহমান। তাঁরা দুজনেই একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। প্রকৌশলসহ রনি পাঁচটি এবং সোহানুর রহমান চারটি বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় স্থান করে নিয়েছেন। তাঁদের এই সাফল্যে পরিবার, এলাকা ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বইছে খুশির বন্যা।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে ব্রম্মত্তোর বানিয়াপাড়া এলাকার হতদরিদ্র লুৎফর রহমান ও মোতাহারা দম্পতির ছেলে মোঃ রনি ইসলাম । বাবা একসময় কাঠমিস্ত্রির কাজ করলেও হ্নদরোগে আক্রান্ত হওয়ায় পর থেকে কাজ করতে পারেন না। মা গৃহিনী। বসতভিটা ছাড়া আর কিছুই নেই। তাঁরা চার ভাই ও এক বোন। বাবা অসুস্থ হওয়ার পর দিনমজুর বড় ভাই সংসারের হাল ধরেছেন।
রনি স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। স্কুলজীবন থেকেই মেধাবী ছাত্র তিনি। পিইসি, জেএসসি ও এসএসসিতেও জিপিএ-৫ রয়েছে তাঁর। সংসারে চরম আর্থিক কষ্টের সঙ্গে লড়াই করে তাঁকে পড়াশোনা করতে হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে বুটেক্সের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৫১৯ তম স্থানে রয়েছেন রনি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তবে তাঁর ইচ্ছা বুটেক্সে পড়ার।
অন্যদিকে একই উপজেলার পশ্চিম বেলপুকুরের সোনাখুলি কাজীপাড়া এলাকার মৃত কাজী আব্বাস আলী ও শিউলি বেগম দম্পতির ছেলে সোহানুর রহমান। বাবা মারা গেছেন সেই ছোট বেলায়। মা গৃহিনী। সামান্য কিছু কৃষি জমি আছে। তা দিয়েই চলে সংসার ও পড়ালেখার খরচ। সোহানুরও উল্লেখিত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া পিইসি, জেএসসি ও এসসিতে তাঁরও রয়েছে জিপিএ-৫। সোহানুর বুটেক্স, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু তারও ইচ্ছা বুটেক্সেই পড়ার।
তারা দুজনেই বলেন, ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন। অর্থাভাব ও শত কষ্টের মাঝেও নিজেকে প্রস্তুত করেছেন। ভাবতেন একদিন নিজেদের প্রতিষ্ঠিত করার। পরিবারের দুঃখ-কষ্ট দূর করার। আল্লাহর মেহেরবানিতে বুটেক্সে ভর্তির সুযোগ পেয়ে সেই স্বপ্নের পথে এগিয়েছেন। তারা আরও বলেন, আমার সাফল্যের পেছনে শিক্ষক ও মা-বাবার অবদানই বেশি। অনেক শিক্ষক তাদের এ পর্যায়ে আসতে অনেক সহযোগিতা করেছেন।
রনির বাবা লুৎফর রহমান বলেন, ৮ বছর আগে হ্নদরোগে আক্রান্ত হই। এখন আর সেভাবে কাজ করতে পারিনা। অভাবী সংসারে আমাদের এক ছেলের আয়ে কোনোরকমে খাবার জোটে। ছেলেকে ঠিকভাবে বই খাতা কিনে দিতে পারিনাই। সেই ছেলে আমার এত এতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
সোহানুরের মা শিউলী বেগম বলেন, আমার ছেলের সাফল্যে আমরা গর্বিত। অনেক কষ্ট করে হলেও ছেলেকে পড়ালেখা করাচ্ছি। ছেলের স্বপ্ন পূরণ হওয়ায় জীবনের দুঃখ-কষ্ট ভুলে গেছি।
সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান বলেন, রনি ইসলাম ও সোহানুররে এ সাফল্যে আমরা শিক্ষকরা অনেক খুশি ও গর্বিত। ওঁরা শুধু পড়ালেখায় নয়, সব দিক দিয়েই খুব ভালো ছেলে। অদম্য ইচ্ছাশক্তিই তাঁদের এ সফলতা এনে দিয়েছে।