সিসি নিউজঃ নীলফামারীর সৈয়দপুরে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে ১১ ই সেপ্টেম্বর রবিবার মকবুল হোসেন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী রিয়াদ আরফান সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইকরা বাংলাদেশ সৈয়দপুর শাখার পরিচালক মাওলানা ক্বারী মাকসুদুর রহমান, সৈয়দপুর আসমাতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনোয়ারুল আলম শাহ ও মকবুল হোসেন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের সহকারী শিক্ষক মুহাম্মদ রবিউল ইসলাম।
সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোবারক রাসেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মকবুল হোসন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরিদ সরকার, শিক্ষানগরী সৈয়দপুরের পরিচালক খুরশিদ জামান কাকন, সদস্য রাজু ইসলাম, মেহেদী হাসান, শিহাব ইসলাম, তাওসিফ ইসলাম, কাজী মনির প্রমুখ। কুরআন তেলাওয়াত পরিবেশন করেন মছে হাজী পাড়া জামে মসজিদের ইমাম সাদিকুল ইসলাম।
সৈয়দপুরের মেধবী শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় সৈয়দপুরের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে হামদ ও নাতের দুইটি বিভাগ থেকে ছয়জন এবং কুরআন তেলাওয়াতের দুইটি বিভাগ থেকে ছয়জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য, শিক্ষা ও জনসচেতনতার লক্ষে ২০১৫ সালে যাত্রা শুরু করা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর শুরু থেকেই সৈয়দপুরে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে সাময়িকী প্রকাশনা, দেয়াল পত্রিকা প্রদর্শন, উদীয়মান খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান, করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান অন্যতম। এর বাইরেও শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে বিভিন্ন সময় গল্প লেখা, চিত্রাঙ্কণ, বিতর্ক, ইসলামিক গজল, কুরআন তেলাওয়াত, মোবাইল ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।