• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

সব তথ্য সাংবাদিকদের দেওয়া ঠিক না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

সিসি নিউজ ডেস্ক ।। কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সংগ্রহে বাধার মুখে পড়ছেন সাংবাদিকেরা। বিশেষ করে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই তথ্য সরবরাহে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। প্রথমদিকে গভর্নরের ভবনে সাংবাদিকদের প্রবেশ পাস বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিবাদে সাংবাদিকেরা গভর্নরসহ অন্য কর্মকর্তাদের কর্মসূচি বয়কট করলে কেন্দ্রীয় ব্যাংক পাস বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে।

এরপর সাংবাদিকদের তথ্য প্রাপ্তি কঠিন করে তুলতে এবং সাংবাদিক প্রবেশ ঠেকানোর জন্য কয়েকটি বিভাগ তালাবদ্ধ রাখার নির্দেশ দেন একজন প্রভাবশালী ডেপুটি গভর্নর। এমনকি তিনি সাংবাদিকদের তথ্য দেওয়ার অভিযোগে তিনজন নির্বাহী পরিচালককে ডেকে ভর্ৎসনা করেন। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে তথ্য শেয়ার করার অভিযোগে ব্যাংক পরিদর্শন বিভাগ, অফ-সাইট বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, নীতি ও প্রবিধি বিভাগের অন্তত ১১ জন কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। পরিচালকদের মাধ্যমে অন্য কর্মকর্তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই ডেপুটি গভর্নরদের ডেকে সাংবাদিকদের তথ্য দিতে মানা করেন। এ জন্য সবাই তথ্য দেবে না। আর সময় ও অবস্থার প্রেক্ষাপটে সব তথ্য প্রকাশ করা উচিত না। সাংবাদিকেরা মুখপাত্রের মাধ্যমে তথ্য পাবে।’

হঠাৎ সাংবাদিকদের ব্যাপারে কর্মকর্তাদের নোটিশ দেওয়া ও কড়াকড়ি আরোপের কারণ জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র বলেন, ‘দেশের কেন্দ্রীয় ব্যাংক আয়নার মতো। এ জন্য পরিস্থিত বুঝে তথ্য দিতে হয়। আর সব তথ্য সাংবাদিকদের দেওয়া ঠিক না। তবে কোনো কর্মকর্তা তথ্য দিলে গোপনীয়তা ভঙ্গ হয়। এ জন্য তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। এতে ভীতিকর বা স্বেচ্ছাচারিতার কিছু দেখছি না। তথ্য মুখপাত্রের মাধ্যমে নেওয়াটা উচিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ