• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও অসহায় দুস্থ্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের  ফুলবাড়ীতে উপজেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, প্রতিবন্ধি, অসহায় দুস্থ্য ও সেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়া,  বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান এনামুল হক,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম প্রমুখ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান জানান উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১৬ জন শিক্ষার্থীকে ৬৪ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্টির দরিদ্র অসহায় ১৬ জন ব্যাক্তিকে ৬৪ হাজার,সাধারন অসহায় ২০ জন ব্যাক্তিকে ৬০ হাজার এবং ৯টি সেচ্ছাসেবী সংগঠনকে এক লাখ ৭১ হাজার টাকাসহ মোট দুই লাখ ৯৯ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
শেষে সেখানে শারদীয় দূর্গাপুঁজা উদযাপন উপলক্ষে উপজেলার ৫৯টি মন্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ