সিসি নিউজ।। নীলফামারীতে সরকারী জীপগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন নীলফামারী শহরের সবুজপাড়ার আব্দুস সাত্তারের ছেলে আহমেদ শহিদুল কবির ওরফে বাবু(৫২)ও থানাপাড়ার মৃত এডভোকেট আব্দুল হাকিমের ছেলে ইমাম সেবগাতুন নূর আল রাজি ওরফে বাবু (৪৪)।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস সূত্রমতে, সন্ধ্যা ৬টার দিকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় দ্রুতগতিতে মোটরসাইকেলটি সৈয়দপুর থেকে আসছিল। এ সময় বিপরীত দিক নীলফামারী থেকে আসা সরকারী জীপগাড়ীটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল দুই আরোহী।
ঘটনার পর সরকারী জীপগাড়ীসহ (ঢাকা মেট্টো-ঘ ১৮-৫৭১৫) চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর নামক স্থানে স্থানীয় জনতা গাড়ীটি আটকে পুলিশের হাতে সোপর্দ্দ করে। জীপগাড়িটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বলে জানা গেছে।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার সহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।