• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন |

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিকের মৃত্যু

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে আকবর আলী (৪৮) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ১নং রেলক্রসিংয়ের কাছে ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত আকবর আলী শহরের হাওলাদার পাড়ার মৃত আরঙ্গর আলী।

পুলিশ ও স্বজনরা জানান, আকবর আলী নিজের ওষুধ কেনার জন্য রেললাইন পাড় হচ্ছিল। এ সময় খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। এতে তাঁর শরীর থেকে দুটি পা বিছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ