• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

দল নির্দেশ দিলেই পদত্যাগ করবে আমাদের এমপিরা : মির্জা ফখরুল

সিসি নিউজ ।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা কী মুক্তিযুদ্ধ করেছি হাসিনার বাংলাদেশ দেখার জন্য? আমরা যুদ্ধ করেছি—মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য। আমরা যেন ভোট দিতে পারি সে জন্য। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। আমাদের এমপিরা দল নির্দেশ দিলেই পদত্যাগ করবে।’

তিনি বলেন, ‘এই সরকারকে ক্ষমতা ছেড়ে সরকার গঠন করতে হবে। তারপর নির্বাচন। জাতীয় সরকার হবে। যারা আন্দোলন করেছে তাদের নিয়ে সরকার হবে। দেশের অর্থনীতি মেরামত করার জন্য সরকার কাজ করবে। সব শেষ করে দিয়েছে, তা ঠিক করতে হবে।’

আজ শনিবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষ আরেকবার বাংলাদেশকে স্বাধীন করবে। ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ। যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে।’

মির্জা ফখরুল বিএনপির নেতা–কর্মীরা কষ্ট করে সমাবেশে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘রংপুরের জেলাগুলোর সব নেতা–কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে অসাধ্যসাধন করেছেন তাদের স্যালুট জানাই।’

বিএনপির মহাসচিব বলেন, ‘কেন এই সমাবেশ, কারণ একটাই—সরকার ১৫ বছর ধরে দমন করতে, অত্যাচার চালিয়ে সর্বনাশ করেছে। সমস্ত দেশটাকে পুড়ে পুড়ে খেয়েছে। চিবিয়ে চিবিয়ে তো অর্থনীতি খেয়েছেন। এখন বাংলাদেশ খাওয়ার পাঁয়তারা করেছেন। সমস্ত স্বপ্ন নষ্ট করে দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে চুরি করে। রাস্তা, ব্রিজ, গরিব মানুষের ঘর তুলে দিয়েছে, আশ্রয়ণ প্রকল্প করছে সেখানেও চুরি করে। তারা সর্বভুক, সব খেয়ে ফেলছে। কিছু বাকি রাখে নাই।’

১৪–১৫ সালের আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার নেতাদের গুম করেছে, হত্যা করেছে অনেককে। আলেম–ওলামাদের মধ্যে যারা শ্রদ্ধেয়, ধর্মের মধ্য দিয়ে সঠিক পথ দেখান তাঁদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘তাদের কি আর ক্ষমতায় রাখা যায়?’

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন আবার নতুন বুলি দিচ্ছে জঙ্গিবাদ। তাদের দমন করবে। ভোঁতা হয়ে গেছে এই অস্ত্র। মার্কিন রিপোর্ট বলেছে, এই সরকার মিথ্যা বলে। মানবাধিকার নিয়ে যে রিপোর্ট দেয়, তা মিথ্যা। নির্বাচনে জোর করে ভোট দিয়ে ক্ষমতায় এসেছে। মানুষ এখন রুখে দেবে। বন্দুক, পিস্তল লাঠি রিভলবার সব ভেঙে চুরমার করে দেবে। একনায়ক হাসিনা সরকারের পতন ঘটাতে মানুষ জেগে উঠবে। রংপুরের মাটিতে বহু সংগ্রাম হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ