• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
অনলাইন জুয়ার কারণে অর্থ পাচার বাড়ছে: অর্থমন্ত্রী দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা

লালমনিরহাটে শিবমন্দির ভাঙচুর, দানবাক্সের টাকা লুট

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটে শিবলিঙ্গ ভাঙচুর করে মন্দিরের দানবাক্সের টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা বাজার এলাকার সার্বজনীন শিবমন্দিরে এ ঘটনা ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরোনো। আজ সকালে গিয়ে ভক্তরা দেখতে পান মন্দিরের তিনটি শিবলিঙ্গ ও ত্রিশুল ভাঙচুর করে দানবাক্সের টাকা লুট হয়ে গেছে। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে এসে জড়ো হন।

এ সময় তিস্তা এলাকার বাসিন্দা মাখন লাল দাস বলেন, ‘আমরা সকালবেলা জানতে পারি, মন্দিরে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

তিস্তা বাজারের সার্বজনীন শিবমন্দিরের সভাপতি সুরেন্দ্র প্রসাদ গুপ্ত বলেন, ‘আমাদের মন্দিরের শিবলিঙ্গ ভাঙচুর করা হয়েছে। দানবাক্সের সব টাকা নিয়ে গেছে। আজ ভোরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। সিসিটিভি ফুটেজে ভাঙচুরের ছবি রয়েছে। আমরা চাই অতিদ্রুত দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক।’

লালমনিরহাট পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি হিরালাল রায় বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। তবে যারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটাক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত গত রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্য প্রবেশ করে শিবলিঙ্গ ভাঙচুর করে এবং দানবাক্স থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মন্দিরটি রাস্তার পাশে এবং নিরাপত্তার ঘাটতি থাকার কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজগুলো বিশ্লেষণ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনব।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ