• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে ছাগলে আলুক্ষেত খাওয়া নিয়ে হাতাহাতিতে নিহত ১

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ছাগলে আলুক্ষেত খাওয়ায় দুইপক্ষের মহিলাদের হাতাহাতিতে তাসলিমা বেগম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত তাসলিমা উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের উত্তর তেলিপাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ হাতাহাতির ঘটনাটি ঘটে। এরপর গুরুতর আহত তাসলিমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে প্রতিবেশি মানিক হোসেনের একটি ছাগল আব্দুস সাত্তারের আলুক্ষেতে ঢুকে আলুক্ষেত নষ্ট করে। এ নিয়ে বিকেল ৫টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ছাগলের মালিক মানিকের স্ত্রী রুবি বেগমের সাথে আলুখেক্ষেতের মালিক আব্দুস সাত্তারের স্ত্রী তাসলিমার হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে তাসলিমা বেগম ঘটনাস্থলে মাটিতে লুটয়ে পড়ে। স্থানীয়রা আহত তাসলিমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সিসি নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে থানায় নেওয়া হচ্ছে। কাল বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ্য থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ