• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :

জয়পুরহাটে ২৮০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি।। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাটে মুক্তিযুদ্ধের বীর সেনাদের যথাযোগ্য মর্যাদায় সংবধর্না দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জয়পুহাট পৌর কমিউনিটি মিলনায়তনে জয়পুরহাট পৌরসভা এ সংবর্ধনার আয়োজন করে।

এ উপলক্ষে জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধাগন ছাড়াও বক্তৃতা করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামছুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ।

পরে মহান মুক্তিযুদ্ধের ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া ছাড়াও অতিথিগন জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাগনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ মুক্তিযোদ্ধাগনের আরোগ্য লাভে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ