• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন |

ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বিঘ্ন

সিসি নিউজ।। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ রয়েছে। ঢাকা-সৈয়দপুর রুটে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি। এতে বিমানবন্দরে ঢাকাগামী বেসরকারি দুটি এয়ারলাইনসের শতাধিক যাত্রী আটকা পড়েন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টায় বিমানবন্দরের রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার এবং সর্বশেষ দুপুর ১২টায় দৃষ্টিসীমা দাঁড়ায় ৬০০ মিটার। নিয়ম অনুযায়ী রানওয়েতে ২ হাজার মিটার দৃষ্টিসীমায় ফ্লাইট ওঠা-নামা করতে পারে।
তিনি জানান, এ অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাস না থাকায় ঘন কুয়াশা কেটে যেতে অনেক সময় লাগতে পারে।
এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ফলে দূরপাল্লার নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নীলফামারী-সৈয়দপুর সড়কে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারনে প্রায়ই উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। এজন্য ফ্লাইট চলাচলের সিডিউল পরিবর্তন করা হয়েছে। তবে কোন ফ্লাইট বাতিল করা হয়না। কুয়াশা কেটে গেলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ