• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

জয়পুরহাটে মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের শীতবস্ত্র উপহার ও নৈশভোজ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট পৌর এলাকার সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিনকে শীতবস্ত্র উপহার ও নৈশভোজ দিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। জয়পুরহাট সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল সোমবার রাত ৯ টার দিকে সংগঠনটির হলরুমে পৌর এলাকার বিভিন্ন মসজিদে কর্মরত ৭২ জন ইমাম-মোয়াজ্জিনকে উপহার হিসাবে শীতবস্ত্রগুলো প্রদান শেষে তার সম্মানে ইমামা-মোয়াজ্জিনকে নৈশভোজ দেওয়া হয়।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বু মিয়া নুরু, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনি, সাংগঠনিক সহযোগী মামুনুর রশিদসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

এ সময় জয়পুরহাট ইমাম কল্যান সংস্থার সাধারন সম্পাদক মওলানা মাসুদ রানা জানান, “ইমাম-মোয়াজ্জিনদের সমাজের সবাই সম্মান করলেও তাদের জীবনমান উন্নয়নে বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক যে অবদান রেখেছেন তা ইতোপূর্বে কেউই করেননি বলে তার এই অবদান একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ইমাম-মোয়াজ্জিনগন সব চেয়ে কম পারিশ্রমিকে তাদের দায়িত্ব পালন করেন, বিষয়টি বিবেচনা করে তিনি জেলায় প্রথম বারের মত ‘ইমাম কল্যান সংস্থা’ প্রতিষ্ঠা করেন। এ কারনে জয়পুরহাটের ইমামরা ছাড়াও ধর্মপ্রান মুসলমানরা তার জন্য দোয়া করেন।”

পৌর মেয়র মেস্তাফিজুর রহমান বলেন, “এ বছর স্মরনকালের সব চেয়ে বেশী পরেছে, কনকনে ঠান্ডার মধ্যেও ইমাম-মোয়াজ্জিনগন ভোর রাতে ঘুম থেকে উঠে নিয়মিত আজান দেন, মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেন। আল্লাহ’র ভয় না থাকলে এমন কষ্টের কাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। এই নেক ও সৎ মানুষগুলো যে কষ্ট করেন, সেই তুলনায় তাদের বেতন না বাড়লেও তাদের ক্ষোভও নেই। অথচ সমাজে তাদের চেয়ে সুখি ও সম্মানী মানুষ খুব কমই আছে।” সমাজের এই ভালো মানুষদের জীবনমান উন্নয়নে ধর্মপ্রান মুসলমান ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান ও অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ