সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার অসহায় দরিদ্র ও দুস্থ আড়াই শত মানুষের মাঝে শীতকালীণ প্যাকেজ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই শীতকালীণ প্যাকেজ উপকরণও অর্থ বিতরণ করা হয়।
এতে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. শাহিন হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র ও দুস্থ পাঁচ শত মানুষের মাঝে শীতকালীণ প্যাকেজ উপকরণ ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম তপাদার, পৌরসভার প্যানেল মেয়র -২ মো. আবুল কাশেম সরকার, কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, জোবায়দুর রহমান শাহীন, নজরুল ইসলাম রয়েল, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, আফরোজা বেগম ও মোছা. রুবিনা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত শীতকালীণ প্যাকেজে উপকরণের মধ্যে ছিল একটি কম্বল, একটি সোয়েটার, একটি মাঙ্কি টুপি, এক জোড়া পায়ের মোজা, ৫০ মিলিগ্রাম ওজনের একটি পেট্টোলিয়াম জেলি এবং নগদ তিন হাজার করে টাকা।
এর আগে গত বুধবারও (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় সৈয়দপুর পৌরসভা এলাকার অসহায় দরিদ্র ও দুস্থ আড়াই শত মানুষের মাঝে শীতকালীণ প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে।
ওই দিন ষৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ ও দরিদ্র আড়াই শত মানুষের মাঝে শীতকালীণ প্যাকেজের উপকরণগুলো তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড বাংলাদেশ এর ঢাকা কান্ট্রি অফিসের সমন্বয়কারী (শিক্ষা), মো. শাহ্ ওয়ালিউল্লাহ, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম তপাদারসহ সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত প্যাকেজের উপকরণে ছিল একটি কম্বল, একটি সোয়েটার, একটি মাঙ্কি টুপি, এক জোড়া পা মোজা ও ৫০ মিলিগ্রাম ওজনের একটি পেট্টোলিয়াম জেলি।