• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে সাড়ে সাত শ’ দুস্থ মানুষের মাঝে রোজার খাদ্য সামগ্রী বিতরণ রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন সৈয়দপুরের ঘর পেলেন আরো ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রুটে আর একটি আন্তঃনগর ট্রেন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা অম্বেষনে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল ও বালুরঘাট বন্ধের দাবীতে মানববন্ধন সৈয়দপুরের যুবক বিদেশী পিস্তলসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

ঘোড়াঘাটে ৩৮ বাড়িতে অগ্নিসংযোগের মামলায় ১২০০ আসামি

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের এক দিন পর ৩৮ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গ্রামপুলিশ সুশীল চন্দ্র, হাবিবুর রহমান, আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মণ্ডলের (২৩) দাফন শেষ হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এর আগে বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকাণ্ডে নিহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করা হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘এক টুকরো জমির জন্য দুটি প্রাণ গেল। এটি একটি জঘন্য কাজ করেছে তারা। অন্যদিকে যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনকে আসামি করে তিন গ্রামপুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরই মধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ