দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘এক টুকরো জমির জন্য দুটি প্রাণ গেল। এটি একটি জঘন্য কাজ করেছে তারা। অন্যদিকে যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।’
সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের এক দিন পর ৩৮ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গ্রামপুলিশ সুশীল চন্দ্র, হাবিবুর রহমান, আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মণ্ডলের (২৩) দাফন শেষ হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘এক টুকরো জমির জন্য দুটি প্রাণ গেল। এটি একটি জঘন্য কাজ করেছে তারা। অন্যদিকে যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।’