• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে সাড়ে সাত শ’ দুস্থ মানুষের মাঝে রোজার খাদ্য সামগ্রী বিতরণ রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন সৈয়দপুরের ঘর পেলেন আরো ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রুটে আর একটি আন্তঃনগর ট্রেন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা অম্বেষনে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল ও বালুরঘাট বন্ধের দাবীতে মানববন্ধন সৈয়দপুরের যুবক বিদেশী পিস্তলসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

সৈয়দপুরে ইউএনও হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এক স্কলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে শহরের নিয়ামতপুর চামড়াগুদাম এলাকায় গিয়ে ওই বাল্যবিয়ের বন্ধের নির্দেশ দেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী উপস্থিত ছিলেন ।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়াগুদাম এলাকার বাসিন্দা ওই ছাত্রী। সে শহরের একটি বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাড়িতে তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। কাল শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরের জনৈক ছেলের সঙ্গে বিয়ের সার্বিক আয়োজনের প্রস্তুতি চলছিল। আর এ বাল্যবিয়ের বিষয়টি তার সহপাঠি ও স্থানীয়রা ইউএনও ফয়সাল রায়হানকে অবগত করেন। তারা ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধের অনুরোধ করেন। বিষয়টি জানতে পেরে ইউএনও ওই বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে আলাপ করে তার বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী বলেন, ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত ওই স্কুল ছাত্রীর বিয়ে দেওয়া হবে না মর্মে ছাত্রীর অভিভাবকের মুচলেকা নেওয়া হয়েছে।
ইউএনও ফয়সাল রায়হান বলেন, ওই ছাত্রীর বয়স ১৮ বছরের কম। আর ১৮ বছরের নিচে বিয়ে দেওয়া দন্ডনীয় অপরাধ। অথচ তার পরিবার প্রশাসনের নজর এড়িয়ে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই ছাত্রীর প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দেওয়ার জন্য তার অভিভাবককে পরামর্শ  দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ