• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন নীলফামারীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন ডোমারে দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ নীলফামারী সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদের মনোনয়ন বাতিল

নীলফামারীতে ইকু ওভেন ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে ইকু ওভেন ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় ওই শিল্পপ্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দীকের মা মোছাম্মদ তাহমিনা আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীদ মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পলিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, নীলফামারী উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ডাবলু, ইকু গ্রুপের চেয়ারম্যান মোছা. ইয়াসমিন আলম, পরিচালক মো. ইরফান আলম ইকু, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শাহ্নওয়াজ শানু, বিশিষ্ট শিল্পপতি মো. জিকরুল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদসহ নীলফামারী ও সৈয়দপুরের শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে ইকু ওভেন ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্বোধন উপলক্ষে সেখানে এক মিলাদ-মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ইকু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ইকু ওভেন ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু হলো। সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোলা এলাকায় সৈয়দপুর – নীলফামারী সড়কের পাশে প্রায় সাত একর জায়গায় জুড়ে পরিবেশবান্ধব এ শিল্প প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অর্থায়নে এ শিল্পপ্রতিষ্ঠানটিতে ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ