• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

দিনাজপুরে বিআরটিসি ও পিকাবের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

চিরিরবন্দর( দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সদর সীমান্তে দিনাজপুর- রংপুর মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসির সংঙ্গে পিকাবের মুখোমুখি সংঘর্ষে সোহানুর ইসলাম (২৫), মোস্তাকিম ইসলাম (২৭) ও পিকাব চালক মো. ফয়জার রহমান (৩০) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬ টার দিকে দিনাজপুর- রংপুর মহাসড়কের টেক্সটাইল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহানুুর ইসলাম নশরতপুর ইউনিয়নের দীঘলনালী গ্রামের শামসুল রহমানের ছেলে ও মোস্তাকিম ইসলাম একই এলাকার লিয়াকত আলীর ছেলে। অপর দিকে পিকাব চালক ফয়জার রহমান সাতনালা ইউনিয়নের জসিমেম্বার পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, নিহত সোহানুর ইসলাম, মোস্তাকিম ইসলাম ও পিকাব চালক মো. ফয়জার রহমানসহ তাদের দোকানের মালামাল ব্যাটারী নিয়ে পিকাবযোগে রাণীরবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেয়। পরে দিনাজপুর- রংপুর মহাসড়কের টেক্সটাইল বাজার সংলগ্ন এলাকায় পৌচ্ছালে বিপরীত দিক থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বিআরটিসির সাথে পিকাবের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ