• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন |

চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রুটে আর একটি আন্তঃনগর ট্রেন

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। শ্রীঘ্রই চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রুটে আর একটি আন্তঃনগর ট্রেন। এরফলে নীলফামারীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে ২০০৭ সালের ১ ডিসেম্বর চলাচল শুরু করে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। ঢাকাগামী উত্তরাঞ্চলের মানুষের জন্য নিরাপদ বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা পায় এ ট্রেনটি। এরপর রেলপথ সংস্কার করে ২০১২ সালে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে ওই ট্রেনটি চিলাহাটি থেকে কমলাপুর পর্যন্ত গন্তব্য পুননির্ধারণ করে।

সূত্রটি আরও জানায়, নীলসাগর চালু হওয়ার পর ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম, ঢাকা-লালমুনিরহাট ও ঢাকা-পঞ্চগড় রুটে একাধিক ট্রেন চালু করা হয়। অথচ চিলাহাটি থেকে ঢাকা রুটের দুরত্ব ৩৮৩ কিলোমিটার। এ রুটে একটিমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে রাতে ছেড়ে যাওয়া এ ট্রেনে যাত্রী সংখ্যা অনেক বেশি। দিবাকালীণ আর একটি আন্তঃনগর ট্রেন চালু করার দাবিতে সোচ্চার হয়ে উঠে উত্তরাঞ্চলের মানুষ। এমন দাবি ও যাত্রীদের চাপের কথা বিবেচনায় রেখে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম দ্বিতীয় একটি আন্তঃনগর ট্রেন চালু করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। সে অনুযায়ী দিবা ও রাত্রীকালীন দুটি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত গৃহিত হয়।

এ বিষয়ে কথা হয় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিকলীগ সৈয়দপুর কারখানা শাখার সাধারন সম্পাদক মোখছেদুল মোমিনের সাথে। তিনি বলেন, নীলফামারীসহ উত্তরাঞ্চলের মানুষ রেলপথে রাজধানীতে যাতায়াতের একমাত্র মাধ্যম আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস। যাত্রী চাপের কারণে দ্বিতীয় আর একটি ট্রেন চালুর দাবিতে আমরা অনেক চেষ্টা তদবির করেছি। অবশেষে এ রুটে দ্বিতীয় একটি আন্তঃনগর চালু হচ্ছে জেনে রেলপথ মন্ত্রীসহ রেলওয়ে কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞা প্রকাশ করেন।

নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম ডাবলু বলেন, এটি আমাদের দীর্ঘদিনের দাবি। কারণ কম খরচ ও নিরাপদে ঢাকা যাতায়াতের জন্য আন্তঃনগর নীলসাগর ট্রেনটি বেশ গুরুত্বপূর্ণ। রাতে এ ট্রেনে উঠে ঢাকায় সকালে পৌছে যাত্রীরা পরবর্তী ট্রেনের জন্য পরেরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু রাতে ঢাকা থেকে একটি আন্তঃনগর ট্রেন ছেড়ে এলে এ অঞ্চলের যাত্রীদের অনেক দূর্ভোগ কমবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেক গুরুত্ব পাবে। কাজেই এ রুটে নতুন একটি ট্রেন চালুর হচ্ছে জেনে আনন্দ লাগছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, শীঘ্রই ঢাকা-চিলাহাটি রুটে একটি নতুন ট্রেন চালুর উদ্যোগ রয়েছে। তবে কবে নাগাদ এটি চালু হবে তা এখনও নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ