সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে এসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি লায়ন আমিনুল হক। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, পৌর চার নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুল ইসলাম মিন্টু, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাজী জাহানারা বেগম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন আজমল সোসেন সরকার, প্রভাষক লায়ন কহিনুর রেগম, লায়ন গোলাম রুবায়েদ মিন্টু, লায়ন গোলাম মোস্তফা মহব্বত প্রমূখ।
পরে দোয়া শেষে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ বছর এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান ৭৮, মানবিক ২৭ ও ব্যবসায় শিক্ষায় বিভাগ থেকে ১৯সহ মোট ১২৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।