• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন |

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাসহ নিহত দুই

New Rose Cafe, Saidpur

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চুনিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) বাবুল হোসেন (৫৫) এবং একই অফিসের কম্পিউটার অপারেটর সোহান (২৮) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
বাবুল হোসেন দিনাজপুর বালুবাড়ী এলাকার বাসিন্দা তিনি ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং অপর ব্যাক্তি একই এলাকার বাসিন্দা সোহান তিনি ওই অফিসের কম্পিটার অপারেটর ছিলেন। সম্পর্কে তারা দুজন মামা ভাগনে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০ টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহা সড়কের চুনিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
জানা গেছে,সকাল সোয়া ১০টায় তৌহসিলদার বাবুল হোসেন ও কম্পিউটার অপারেটর সোহান সহ দুজনে মিলে মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে ফুলবাড়ীতে অফিসে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চুনিয়াপাড়া নামক স্থানে অপরদিক থেকে আসা বিসমিল্লাহ্‌ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে দুজনেই সড়কে ছিটকে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে, যাত্রীবাহী বাসটি আটক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ